ad720-90

Web design and development bangla tutorial- part 5


Web Design Bangla Class--5

আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজ  5-তম ক্লাসে আপনাকে স্বাগতম।

আমরা এইচটিএমএল এ যখন একটি লেখাকে বোল্ড করতে চাই তখন আমাদেরকে tag ব্যাবহার করতে হবে। একই কাজ আমরা ট্যাগ ব্যাবহার করেও করতে পারি তবে, আমরা যদি ট্যাগ ব্যাবহার করি তাহলে আমাদের লেখাটি বারতি কোনো সিম্যান্টিক ইফেক্ট অর্থ্যাৎ এসইও এর ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু আমরা যদি ট্যাগ ব্যাবহার করি সেক্ষেত্রে উক্ত লেখাটি এসই এর ক্ষেত্রে বাড়তি  ভ্যালু বহন করবে।

আমরা যখন কোনো লেখাকে ইটালিক ফরম্যাটে প্রদর্শন করতে চাই তখন ট্যাগ ব্যাবহার করতে পারি। এর পাশাপাশি আমরা ট্যাগ ও ব্যাবহার করতে পারি। দুটি ট্যাগ এরি ভিজুয়াল ইফেক্ট সেম। তবে ট্যাগ ব্যাবহার করলে আমরা বারতি সিমান্টিক ইফেক্ট পেয়ে থাকি।

আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সকল ধরনের টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে।

কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করতে সাহাজ্য করবে। আল্লাহ হাফেজ।

Techtunes BD

Average rating:   0 reviews



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar