ad720-90

অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ  থেকে রক্ষার উপায়


বর্তমানে অধিকাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আর হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের গ্রুপে যোগ করে দেওয়া এই মুহূর্তে প্রচণ্ড বিরক্তিকর একটি বিষয়। অনেকেই বুঝতে পারেন না কিভাবে এই অসুবিধা থেকে রেহাই পাবেন।

এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা আনলেও এই অসুবিধা থেকে থেকে রেহাই পাওয়ার কোন উপায় আনেনি। এছাড়াও অনেক মানুষ থাকেন যারা তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা সব নম্বর ধরে ধরে বিভিন্ন গ্রুপে যোগ করে দেন। অনেকে গ্রুপ লিভ করলেও বেশীরভাগ লোকজন তা পারেননা।

তাঁদের জন্য এবারে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এক নতুন সুবিধা। এই সুবিধা আই ফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীরা পাবেন।

অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের যা করতে হবে

#হোয়াটসঅ্যাপে একদম উপরের ডান দিকে তিনটে ডটে ক্লিক করতে হবে।
#তারপরে সেটিং থেকে অ্যাকাউন্টে যেতে হবে আর সেখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।
#তারপরে স্ক্রিনে তিনটে অপশন দেখা যাব everyone,my contacts, my contact except
#everyone অপশনে সিলেক্ট করলে যে কেউ যে কোন অপশনে ক্লিক করতে পারবে।
#my contacts অপশনে ক্লিক করলে কেবলমাত্র ব্যবহারকারী ফোনে থাকা কনট্যাক্ট লিস্টের নম্বরকেই যোগ করা যাবে গ্রুপে।
#my contact except অপশনে ক্লিক করলে নির্দিষ্ট কিছু লোকজন তাঁদের গ্রুপে যোগ করতে পারবেন। একজন একজন করে গ্রুপে যোগ করতে পারবেন অথবা একসঙ্গে সকলকে যোগ করতে পারবেন।

আই ফোনের ব্যবহারকারীদের ক্ষেত্রে
#হোয়াটসঅ্যাপ খুলে সেটিং অপশনে যেতে হবে।
#তারপর account অপশন থেকে praivacy তে যেতে হবে এবং সব শেষে group অপশনে যেতে হবে।
#তারপরে তিনটি অপশন দেখা যাবে স্ক্রিনে। everyone, my contacts, my contacts except. বাকি পদ্ধতি অ্যান্ড্রয়েড ফোনের মতই।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar