ad720-90

লঞ্চ হলো ফোল্ডেবেল ডিসপ্লে যুক্ত Moto Razr


বর্তমানে ফোল্ডেবল ডিসপ্লে তৈরির দিকে ঝুঁকছে একাধিক নামী স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। ইতিমধ্যেই দু’টি ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X আর Samsung Galaxy Fold লঞ্চ হয়েছে। এ বার লঞ্চ হলো ফোল্ডেবল ডিসপ্লে যুক্ত Moto Razr। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত একটি ইভেন্টে সামনে আসে ফোনটি।

মনে করা হচ্ছে Moto Razr-এর দাম হতে পারে প্রায় ১,৫০০ ডলার। বর্তমানে Motorola তবে Lenovo-র মালিকানাধীন। আর Moto Razr লঞ্চের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি Lenovo-র পক্ষ থেকে। শুধু জানা গিয়েছে এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চি ফেক্সিবল pOLED ডিসপ্লে। ভাঁজ করার পরও এই ফোনে ২.৭ ইঞ্চির gOLED ডিসপ্লে পাওয়া যায়।

আজ থেকে ১৫ বছর আগে, ২০০৪ সালে লঞ্চ করেছিল Motorola-র পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। লঞ্চের মাত্র চার বছরের মধ্যে প্রায় ১৩ কোটি Moto Razr V3 বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় Motorola-র এই ফোনটির চাহিদা যে তুঙ্গে ছিল, এই সংখ্যাই তার প্রমাণ। এ বার স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar