ad720-90

পৃথিবী পর্যবেক্ষণে চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ


চীন তাদের দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫২মিনিটে পৃথিবী পর্যবেক্ষণে একটি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।

খবরে বলা হয়, স্যাটেলাইট গাওফেন-১২ লং মার্চ-৪সি রকেটে করে মহাকাশে পাঠানো হয়। এটি পরিকল্পনা মতো সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। ধারাবাহিকভাবে মহাকাশে রকেট পাঠানো লং মার্চের এটি ছিল ৩২০ তম ফ্লাইট মিশন।

চীনের হাই-ডেফিনিশন আর্থ অবজারভেশন প্রকল্পের অংশ হিসেবে দূর অনুধাবন মাইক্রোওয়েভ স্যাটেলাইট একটি পরিমাপক যন্ত্রের চেয়ে ভাল রেজুলেশন সম্পন্ন ছবি পাঠাতে সক্ষম।

গাওফেন-১২ ভূমি জরিপ, নগর পরিকল্পনা, রাস্তা তৈরির নকশা প্রণয়ন এবং ফসল উৎপাদনের ধারণার পাশাপাশি দুর্যোগ ত্রাণের ক্ষেত্রে ব্যবহার করা হবে। বেল্ট অ্যান্ড রোড বরাবর বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও এ স্যাটেলাইট কাজে লাগানো যেতে পারে।

স্যাটেলাইট ও ক্যারিয়ার রকেট উভয়টি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের আওতায় সাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি তৈরি করেছে।-বাসস





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar