ad720-90

এবার ফোন থেকে চার্জিং পোর্ট ‘বাদ দিচ্ছে’ অ্যাপল!


২০২১ সালের হাই-এন্ড আইফোন মডেল থেকে বাদ দেওয়া হতে পারে লাইটনিং কানেক্টর, ডিভাইসটির চার্জিং ব্যবস্থা নির্ভর করবে ওয়্যারলেস চার্জিংয়ের ওপর, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন টিএফ সিকিউরিটিজ-এর অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো — খবর সিএনবিসি’র।

কুয়োর ধারণা, লাইটনিং কেবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-এন্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে। চার্জিং কানেক্টর ছাড়া আইফোনগুলো “পুরোপুরি তারবিহীন অভিজ্ঞতা” দেবে বলে জানিয়েছেন তিনি।

কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেবে অ্যাপল। ২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই স্মার্টফোন খাতে বিস্তৃত পরিসরে ব্যবহার হচ্ছে ইউএসবি টাইপ-সি কানেক্টর।

এরপরও চলতি বছর আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স মডেলগুলোতে লাইটনিং পোর্ট রেখেছে অ্যাপল।

ইতোমধ্যে কিছু পণ্যে ইউএসবি-সি কানেক্টর যোগ করেছে প্রতিষ্ঠানটি। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সমর্থন। এই আইফোনগুলো ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি করেছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar