ad720-90

চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেইসবুকের মামলা


চীনা প্রতিষ্ঠান আইলাইকঅ্যাড মিডিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে বিজ্ঞাপন জালিয়াতির অভিযোগে মামলা করেছে ফেইসবুক। ফেইসবুকের দাবি, ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টলের জন্য গ্রাহককে ফাঁদে ফেলছিলো আইলাইকঅ্যাড মিডিয়া। এতে গ্রাহকের অ্যাকাউন্টের দখল নিয়ে এর মাধ্যমে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছিলো প্রতিষ্ঠানটি।

জালিয়াতির জন্য আইলাইকঅ্যাড মিডিয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ওই দুই ব্যক্তির নাম বলা হয়েছে শেন শিয়াও চং এবং হুয়াং তাও।

ইন্টারনেটে থাকা ম্যালওয়্যার ইনস্টলের জন্য গ্রাহককে প্রতারিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই ম্যালওয়্যারগুলো পরে গ্রাহকের ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করেছে। পরবর্তীতে এর মাধ্যমে নকল এবং ডায়েট পিলের মতো পণ্যগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক।

 

প্রযুক্তি সাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয় এই হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগীদেরকে ৪০ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে ফেইসবুক। সূত্র:আইএএনএস





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar