ad720-90

বর্তমান কাঠামোয় ব্যর্থ ফেইসবুকের লিব্রা: সুইস প্রেসিডেন্ট


সুইজারল্যান্ডে নীতিনির্ধারকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ফেইসবুক। এমন সময় প্রকল্পটিকে ব্যর্থ মনে করছেন দেশটির প্রেসিডেন্ট– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

“আমি মনে করি না এই কাঠামোয় লিব্রার কোনো সুযোগ রয়েছে, কারণ কেন্দ্রীয় ব্যাংক এর ভেতরের মুদ্রা ব্যবস্থা গ্রহণ করবে না,” বলেন মাউরের।

“এই কাঠামোতে প্রকল্পটি তাই ব্যর্থ,” যোগ করেন সুইস প্রেসিডেন্ট।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই ভার্চুয়াল মুদ্রা কর্তৃপক্ষ।

পরিকল্পনা অনুযায়ী ফেইসবুকের নেতৃত্বে এই ডিজিটাল মুদ্রা চালু এবং তদারকি করবে জেনেভাভিত্তিক লিব্রা অ্যাসোসিয়েশন।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে পরিকল্পনা প্রকাশের পর থেকেই প্রকল্প নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারক এবং রাজনীতিবিদরা। এই মুদ্রা চালু হলে নজরদারী নীতিমালায় প্রভাব পড়তে পারে এবং বৈশ্বিক অর্থ ব্যবস্থা পরিবর্তন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

লিব্রার সহ-নির্মাতা ফেইসবুকের ডেভিড মার্কাসসহ লিব্রা প্রকল্পের কর্মকর্তারা বলছেন নীতিমালার বাধার কারণে জুন মাস উন্মোচনের পরিকল্পনা থাকলেও তারিখ পেছানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar