ad720-90

ছাপানো ম্যাগাজিন বিক্রি বন্ধ করছে গুগল নিউজ


ওই ইমেইলে লেখা হয়েছে, ছাপা সাময়িকীর আদলে যে ম্যাগাজিনগুলো গুগল নিউজে রয়েছে, সেগুলোর সেবা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র খবরটি সম্পর্কে নিশ্চিত করেছেন– খবর এনগেজেটের।

গুগল নিউজ কর্মসূচীর অধীনে প্রায় দুইশ’ প্রকাশকের সঙ্গে কাজ করতো ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।

সেবা বন্ধ হয়ে যাওয়ায় নতুন আর কোনো সাময়িকী পাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না আগ্রহীরা। তবে, পুরোনো যে সংখ্যাগুলো তাদের হাতে রয়েছে, সেগুলো আগের মতোই পিডিএফ বা অন্যান্য ফরমেটে সংরক্ষণ করা সম্ভব হবে।

সেবাটি পেতে সাম্প্রতিক সময়ে যারা নিবন্ধন করেছিলেন, তাদেরকেও অর্থ ফেরত দিচ্ছে গুগল।

গুগল নিজেদের সেবার মাধ্যমে ডিজিটাল ম্যাগাজিন বিক্রি শুরু করেছিল ২০১২ সালে। ওই সময় প্লে স্টোর থেকে চলচ্চিত্র বা টিভি অনুষ্ঠানের পাশাপাশি সাময়িকী কেনারও সুযোগ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বছর খানেক পর ওই সাময়িকীগুলোকে কেন্দ্র করে ‘ফ্রি টু প্রিন্ট সাবস্ক্রাইবারস’ সেবা চালু করেছিল গুগল।

নিউজ টিমের পক্ষ থেকে আগ্রহীদেরকে পছন্দের সাময়িকীর মূল সাইট ভিজিট করার কথা লেখা হয়েছে ওই ইমেইলে। এতে করে সরাসরি প্রকাশনা সংস্থার সাইট থেকেই সাবস্ক্রিপশন নিতে পারবেন ব্যবহারকারীরা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar