ad720-90

স্যামসাং দেখালো ২৯২ ইঞ্চি টিভি ‘দ্য ওয়াল’


এখন পর্যন্ত সিইএস আসরে হাজির হওয়া সবচেয়ে বড় টিভি এটিই।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, টিভিটির বিশাল আকৃতি, প্রখর উজ্জ্বলতা এবং কনট্রাস্ট ‘মনোমুগ্ধকর’। সিইএস আসরে পুরো একটি দেয়াল জুড়েই ছিল ‘দ্য ওয়াল’ নামের ওই টিভিটি। ২৯২ ইঞ্চি আকৃতির ‘দ্য ওয়াল’ ছাড়াও ৮কে রেজুলিউশন ক্ষমতাসম্পন্ন ১৫০ ইঞ্চি সংস্করণের আরেকটি টিভি দেখিয়েছে স্যামসাং।

পর্দা প্রযুক্তিতে এক দশক পর একদম নতুন কিছু নিয়ে এলো স্যামসাং। মাইক্রোএলইডি প্রযুক্তির সঙ্গে ওএলইডি প্রযুক্তির বেশ মিল রয়েছে। উজ্জ্বলতা ও কালো রংয়ের মাত্রা নিখুঁতভাবে দেখাতে পারে এ প্রযুক্তির পর্দা। কারণ লক্ষ লক্ষ ক্ষুদ্রাকৃতির এলইডি’র সমন্বয়ে সরাসরি পর্দায় ছবি ফুটিয়ে তোলে মাইক্রোএলইডি প্রযুক্তি। আর এ কারণেই এটি ওএলইডি প্রযুক্তির চেয়েও ভালো। এ প্রযুক্তিতে ছবির গুণগতমান নষ্ট হওয়ার ভয় থাকে না বলেই উল্লেখ করেছে সিনেট।

তবে, নতুন প্রযুক্তির এ টিভি এখনও সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। মাত্রই বাণিজ্যিক ও আবাসিক সংস্করণে বিশাল আকারের টিভিগুলো বিক্রি করা শুরু করেছে স্যামসাং। শুধু ঠিক মতো ইনস্টল করতেই হাজারো ডলার খরচ হয়ে যায় বলে জানিয়েছে সিনেট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar