ad720-90

প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত হলো ‘চাকুরী মেলা ২০২০’


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেই আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরোর সহযোগিতায় আয়োজন করা হয় মেলাটি।

মেলায় অংশ নেন প্রায় ৫০০ জন চাকুরী প্রার্থী। এ ছাড়াও মেলায় আইসিটি শিল্পের কিছু চাকুরীদাতা প্রতিষ্ঠান এবং এনজিও সহ মোট ৩৭টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার টুলসও দেখানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোর ভবন প্রাঙ্গনে সকাল ১০ টায় মেলাটি উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জেষ্ঠ্য সচিব এন এম জিয়াউল আলম ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar