ad720-90

চীনে নকশা ও গবেষণা কেন্দ্র খুলবে টেসলা


লক্ষ্য বাস্তবায়নে নকশাকারী এবং অন্যান্য কর্মী নিয়োগের জন্য বুধবার এই বিজ্ঞপ্তি দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এই সেন্টারের জন্য নির্দিষ্ট কোনো স্থানের কথা জানায়নি টেসলা– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, “‘চীনে তৈরি’ থেকে ‘চীনে নকশা করা’ এই পরিবর্তন আনতে টেসলা প্রধান ইলন মাস্ক দারুণ একটি প্রস্তাব দিয়েছেন– চীনে একটি নকশা ও গবেষণা কেন্দ্র খোলার।”

কবে নাগাদ নতুন এই সেন্টারটির কাজ শুরু হবে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে টেসলার প্রথম কারখানা এখন চীনের শাংহাইতে। চলতি মাসেই এই কারখানায় উৎপাদিত মডেল ৩ গাড়ির সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আগের সপ্তাহেই দুইশ’ কোটি মার্কিন ডলারের এই কারখানাতে মডেল ওয়াই এসইউভি গাড়ির প্রকল্প চালু করেছেন মাস্ক।

একই সপ্তাহে টেসলার বাজার মূল্য দাঁড়িয়েছে আট হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে, যা জেনারেল মোটর্স এবং ফোর্ডের সমন্বিত বাজার মূল্যের চেয়েও বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar