ad720-90

ফের ফেইসবুকে বিভ্রাট উত্তর আটলান্টিক-এশিয়ায়


ইন্টারনেট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের পক্ষ থেকে বলা হয়, চার হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে অভিযোগ এসেছে- সামাজিক মাধ্যমটির নিউজ ফিড এবং নোটিফিকেশন ফিচারে সমস্যার কথা জানিয়েছেন তারা- খবর আইএএনএস-এর।

ফেইসবুকের সার্ভার স্ট্যাটাস পেইজে জানানো হয়, “আমরা এখন পুরো প্ল্যাটফর্ম জুড়েই কর্মক্ষমতা হ্রাসের সমস্যা দেখতে পাচ্ছি, ফলে অনুরোধে প্রতিক্রিয়া জানানোর সময় বেশি নিচ্ছে। আমাদের দল বিষয়টি জানে এবং সমাধান আনতে কাজ করছে।”

বিষয়টি নিয়ে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক গ্রাহক। নিউজ ফিড দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকেই।

এক টুইটার গ্রাহক বলেন, “যখনই ফেইসবুকে বিভ্রাট হয়, আমি সব সময় টুইটারে যাই এটি দেখার জন্য যে সমস্যা শুধু আমার কিনা।”

“আমার সব ফেইসবুক নোটিফিকেশন চলে গেছে। অন্য কেউ কী একই সমস্যায় পড়েছেন?”- বলেন আরেক টুইটার গ্রাহক।

বিভ্রাট এখনও চলছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar