ad720-90

স্মার্টফোন বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভারত


বাজার গবেষণা সংস্থা ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ অনুমান করেছে, ২০১৯ সালে ১৫ কোটি ৮০ লাখ ফোন আমদানি করেছে দেশটি। আমদানি হওয়া ৭২ শতাংশ ফোনই শাওমি, ভিভো, রিয়ালমি এবং অপ্পো’র মতো ব্র্যান্ডের। দেশটিতে চীনা নির্মাতাদের দামী ফোন বিক্রির হারও আগের তুলনায় বেড়েছে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

ভারতকে বাজার তালিকায় এগিয়ে আনতে ভূমিকা রেখেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলও। ২০১৯ সালের শেষে দেশটিতে নিজেদের আইফোন এক্সআর-এর দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি এবং নিজেদের নতুন আইফোন ১১ মডেলটিও ভারতের ক্রেতাদের জন্য নিয়ে এসেছিল তারা।

তবে, গত বছর ভারতের বাজারে সুবিধা করতে পারেনি স্যামসাং। উল্টো, ২০১৯ সালে দেশটির বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি কমেছে পাঁচ শতাংশ।

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে তালিকায় ভারতের এগিয়ে যাওয়ার বিষয়টি অবাক করার মতো কোনো বিষয় নয় বলেই মন্তব্য করেছে এনগেজেট। তালিকায় ভারতের এগিয়ে যাওয়ার কারণ হিসেবে দেশটির জনসংখ্যা ও স্মার্টফোন ক্রয়ক্ষমতার কথাও বলেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar