ad720-90

১২ জিবি RAM-সহ লঞ্চ করতে চলেছে Realme X50 Pro


Realme-এর হাত ধরে এসেছে 5G নেটওয়ার্ক-এর ফোন Realme X50 Pro। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ লঞ্চ করেছিল এই ফোন। কিন্তু এবার ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে চীনে লঞ্চ করছে Realme X50 Pro। TENAA ওয়েবসাইটের মাধ্যমে নতুন স্টোরেজ ও স্পেসিফিকেশন সামনে এসেছে। ১২ মার্চ চীনে এই ফোন লঞ্চ করছে। এর সঙ্গে থাকছে দুর্দান্ত ফিচার। কিন্তু চীনের বাইরে বিশ্বে কবে এই ফোন লঞ্চ করছে সেই বিষয়ে এখনও জানা যায়নি। এমনকি দাম সম্পর্কে এখনও জানা যায়নি।

Realme X50 Pro-এর স্পেসিফিকেশন:

⇒ এই ফোনে থাকছে ১২ জিবি RAM ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকছে Adreno ৬৫০ GPU।

⇒ Android 10 অপারেটিং সিস্টেম আর Sanpdragon ৮৬৫ চিপসেট থাকছে এই ফোনে।

⇒ এই ফোনে ৬৪ মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর থাকছে। এছাড়াও এর সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ১২ মেগাপিক্সল টেলিফোট লেন্স + ২ মেগাপিক্সল পোট্রেট ক্যামেরা। সামনে থাকছে সেলফি তোলার জন্য ২টি ক্যামেরা। ৩২ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

⇒ এই ফোনের ব্যাটারি থাকছে ৪,২০০ mAh আর থাকছে ৬৫W ফাস্ট চার্জ সাপোর্ট।

⇒ এই ফোনে থাকছে 4G ভোল্টি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ভি ৫.১, GPS/A-GPS, ইউএসবি টাইপ সি পোর্ট।

⇒ ফোনের থাকছে ৬.৪৪ ইঞ্চি ৯০ Hz ডিসপ্লে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar