ad720-90

এবার স্মার্ট ডেবিট কার্ড আনছে গুগল


লাস্টনিউজবিডি, ১৮ এপ্রিল: এবার স্মার্ট ডেবিট কার্ড নিয়ে আসছে গুগল। এরই মধ্যে এর পরীক্ষাও শুরু হয়েছে। এই স্মার্ট ডেবিট কার্ডের সাহায্যে গ্রাহকরা অনলাইন এবং অফলাইন স্টোরগুলোর সঙ্গে সহজেই টাকা লেনদেন করতে পারবে।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম গুগল পে-কে আগের চেয়ে আরও শক্তিশালী করার জন্য এই কাজ করছে।

গুগল আসলে লেনদেনের একটি নতুন উপায় বের করার চেষ্টায় আছে। এখানে ফিজিক্যাল ডেবিট কার্ডের সঙ্গে গুগল ব্যাংকগুলোর সাথে হাত মেলাবে। এরপর সেই কার্ড দিয়েই ভিসা কার্ড এবং মাস্টারকার্ডের মতো সহজেই অর্থ লেনদেন করা যাবে। এভাবে গুগল ব্যবহারকারীদের এক কার্ড থেকে সব ধরণের অর্থ প্রদানের বিকল্প সুবিধা প্রদান করবে। এই মুহূর্তে গুগল কেবল অ্যাপ পেমেন্টের সুবিধা দিচ্ছে।

একই ধরণের কার্ড অ্যাপলও দিয়ে থাকে। যদিও গুগলের কার্ডটি ফিজিক্যাল ডেবিট কার্ডের মতো কাজ করবে এবং ফোনে এটি ট্যাপ-টু-পে-ডিজিটাল কার্ডের মতো কাজ করবে। এটি অনলাইন রিটেলারদের অর্থ প্রদানের জন্য একটি ভার্চুয়াল কার্ড নম্বরও দেবে। ফলে এই স্মার্ট ডেবিট কার্ড থাকলে ব্যবহারকারীদের অনেক কার্ডের প্রয়োজন হবে না।

এই কার্ডের একটি বিশেষ দিক হল, ব্যবহারকারীরা গুগল পে অ্যাপের সাহায্যে তাদের কার্ড লক করতে পারবে। কার্ড চুরি বা হারিয়ে গেলে তারা তাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে লক করতে সক্ষম হবে। অর্থাত্‍ গুগলের ডেবিট কার্ড বর্তমান কার্ডগুলোর চেয়ে আরও ভাল এবং সুরক্ষিত হবে।

লাস্টনিউজবিডি/আরআইএস



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar