ad720-90

সাহায্য তহবিলে আরও অর্থ যোগ করলো নেটফ্লিক্স


সবমিলিয়ে এখন নেটফ্লিক্সের মোট তহবিল দাঁড়িয়েছে ১৫ কোটি ডলারে। শুক্রবার নেটফ্লিক্সের এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

করোনাভাইরাস বাস্তবতায় বিশ্বব্যাপী চলচ্চিত্র ও টিভি শিল্পের কাজ অনেকাংশে বন্ধ রয়েছে। সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখছেন মানুষ। এমন একটি অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো অভিনয়শিল্পী ও ক্রু।

মার্চেই নিজেদের প্রোডাকশন এবং যেখানে যেখানে নেটফ্লিক্সের বড় মাপের প্রোডাকশন চলে, সে অঞ্চলগুলোর অভিনয়শিল্পী ও ক্রুদের সহযোগিতায় দশ কোটি ডলারের জরুরি সাহায্য তহবিল তৈরি করার খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

অনেক জায়গায় নিজেদের সাহায্য তহবিলের অর্থ অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তায় পৌঁছে দিচ্ছে নেটফ্লিক্স। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, ভারত, ফ্রান্স, মেক্সিকো, স্পেন, ব্রাজিল এবং নেদারল্যান্ডসে নিজেদের সাহায্য পৌঁছে দিয়েছে স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar