ad720-90

জুম লেন্সসহ ফোল্ডএবল ফোনের পেটেন্ট হুয়াওয়ের


গত বছরের ১২ জুলাই চীনে এই পেটেন্ট আবেদন করে প্রতিষ্ঠানটি। চলতি বছর ২৮ এপ্রিল পেটেন্টটির অনুমোদন পেয়েছে তারা– খবর আইএএনএস-এর।

পেটেন্টের ছবিতে দেখা গেছে, ভাঁজ খুললে নতুন এই ডিভাইসটি ট্যাবলেটের আকৃতি ধারণ করে। ডিভাইসটির সামনের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে পর্দা।

বইয়ের মতো ভেতরের দিকে ভাঁজ হবে এই ডিভাইসটি। নকশায় দেখা যায়নি কোনো সেলফি ক্যামেরা।

প্রতিষ্ঠানের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন ভাঁজ করা যায় বাইরের দিকে।

পেটেন্টে আরও দেখা গেছে, মেইট এক্সএস-এর মতোই কোয়াড ক্যামেরা মডিউল রয়েছে নতুন ফোল্ডএবল ডিভাইসটিতে। এতে বাড়তি সংযোজন একটি জুম লেন্স।

সম্ভবত চলতি বছর অক্টোবর নাগাদ মেইট ৪০ সিরিজের স্মার্টফোন উন্মোচনের সময় নতুন ফোল্ডএবল ডিভাইসটি উন্মোচন করবে হুয়াওয়ে।

সম্প্রতি বর্ধনশীল স্মার্টফোনের নকশার জন্যও চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডিমিনিস্ট্রেশনে (সিএনআইপিএ) একটি পেটেন্ট আবেদন করেছে হুয়াওয়ে।

পেটেন্টের নকশায় আছে, মেইট এক্স এবং মেইট এক্সএস-এর মতোই ফোল্ডএবল পর্দা থাকবে এই ডিভাইসে। তবে, ভাঁজ খোলার পরিবর্তে এক পাশে টেনে ভেতর থেকে পর্দা বের করতে হবে। পর্দাটি সম্ভবত ভেতরে একটি রোলারের সঙ্গে মোড়ানো থাকবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar