ad720-90

যুক্তরাজ্যে বিদ্যুৎ সরবরাহের অনুমতি চেয়েছে টেসলা


টেলিগ্রাফের প্রতিবেদন বলছে,  প্রতিষ্ঠানের অটোবিডার প্ল্যাটফর্মটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই হয়তো নিয়ন্ত্রকদের কাছ থেকে ওই অনুমতি চেয়েছে টেসলা। তবে, আবেদন পত্রে অটোবিডার নিয়ে কিছুই বলেনি প্রতিষ্ঠানটি। এমনকি কেন অনুমতি চাইছে প্রতিষ্ঠানটি নেই সে তথ্যটিও। — খবর রয়টার্সের।

টেসলার ‘অটোবিডার’ স্বয়ংক্রিয় শক্তি বাণিজ্যবিষয়ক একটি প্ল্যাটফর্ম। বর্তমানে দক্ষিণ অস্ট্রেলিয়ায় টেসলার হর্নসডেল পাওয়ার রিজার্ভের অধীনে পরিচালিত হচ্ছে প্ল্যাটফর্মটি।

গত কয়েক বছরে উল্লেখযোগ্য ব্যাটারি ব্যবসা গড়ে তুলতে পারায়, এখন যুক্তরাজ্যের বাজারে নিজ প্রযুক্তি নিয়ে ঢুকতে চাইছে টেসলা। – শিল্প সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টেলিগ্রাফের ওই প্রতিবেদন।

এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা।

উল্লেখ্য, দক্ষিণ অস্ট্রেলিয়ার জন্য ২০১৭ সালেই বিশ্বের বৃহত্তম লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এদিকে, শুক্রবার টেসলার শেয়ার দর কমেছে ৯ শতাংশ। টেসলার শেয়ার মূল্য ‘অত্যন্ত বেশি’ ইলন মাস্কের এমন এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটির বাজার মূল্য কমেছে এক হাজার চারশ’ কোটি মার্কিন ডলার!





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar