ad720-90

ষড়যন্ত্র তত্ত্ববিদ ডেভিড আইক নিষিদ্ধ ইউটিউবে


ইউটিউব বলছে, এ বিষয়ে বারবার সতর্ক করার পর এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্মটি– খবর বিবিসি’র।

এদিকে আইকের চ্যানেলটি লাইভ থাকুক এমন প্রত্যাশা জানিয়ে ভিডিও পোস্ট করছেন অনেকে। ওই ভিডিওগুলোকে অনুমোদন দিচ্ছে ইউটিউব।

সম্প্রতি একই কারণে আইকের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুকও।

বিবিসিকে ইউটিউবের এক মুখপাত্র বলেন, “ডব্লিউএইচও এবং এনএইচএস-এর তথ্য ছাড়া কোভিড-১৯ এর অস্তিত্ব এবং সংক্রমণ বিষয়ে যেকোনো কনটেন্ট আটকাতে ইউটিউবের স্পষ্ট নীতিমালা রয়েছে।”

“বারবার নীতিমালা অমান্য করায়, আমরা ডেভিড আইকের ইউটিউব চ্যানেল বন্ধ করেছি।”

চ্যানেলটি সরানোর আগে এটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিলো নয় লাখের বেশি। সবশেষ চ্যানেলটিতে ফেইসবুকে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে ভিডিও পোস্ট করেন আইক। গ্রাহক এই ভিডিওটি দেখেছেন প্রায় এক লাখ ২০ হাজার বার।

আইক নতুন চ্যানেল দিয়ে আবার নতুনভাবে শুরু করতে চাইলে সে অনুমোদনও দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইউটিউব।

গত মাসে আরেকটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে আইকের একটি লাইভ সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। সাক্ষাৎকারে ৫জি মোবাইল নেটওয়ার্কের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক নিয়ে কথা বলেছেন আইক। এরপরই ৫জি মোবাইল নেটওয়ার্কের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক বিষয়ে সব ষড়যন্ত্র তত্ত্বের কনটেন্ট নিষিদ্ধ করে ইউটিউব।

আইকের চ্যানেল বন্ধ করায় ইউটিউবের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)।

সংস্থাটি বলছে, আইক যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলছেন সামাজিক মাধ্যমগুলো সেগুলো দেখা হয়েছে প্রায় তিন কোটি বার।

টুইটার এবং ফেইসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেরও এমন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে সিসিডিএইচ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar