ad720-90

করোনাভাইরাস ‘অবসাদ’ তাড়াতে ছুটি ঘোষণা গুগলে


`বাসা-থেকে-কাজ সংক্রান্ত অবসাদ’ ঝেড়ে ফেলার লক্ষ্যেই মূলত ওই দিন ছুটি নিতে বলা হয়েছে গুগল কর্মীদের। বৃহস্পতিবার এ বিষয়ে কর্মীদের জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দার পিচাই। — খবর রয়টার্সের।

জুনের শুরু থেকে নিজ কার্যালয়গুলো খোলার কাজ শুরু করবে গুগল। তবে, অধিকাংশ গুগল কর্মীই এ বছরের শেষ পর্যন্ত বাসা থেকেই কাজ করবেন। ফেইসবুকও অনেকটা একই রকম সিদ্ধান্ত জানিয়েছে। ২০২০ সালের শেষ পর্যন্ত নিজ কর্মীদেরকে দূরে বসে কাজ করার অনুমতি দিয়েছে প্রতিষ্ঠানটি।     

সবমিলিয়ে বৈশ্বিকভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখেরও বেশি মানুষ। সংক্রমণের ভয়ে বিশ্বের অনেক দেশই এখনও লকডাউন তুলে নিতে পারেনি। করোনাভাইরাস বাস্তবতায় বাসা থেকে অফিসের কাজ এবং অনলাইনে শিক্ষা দান এবং গ্রহণ খুব স্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar