ad720-90

করোনাভাইরাস: ভারতে ছয়শ’ কর্মী ছাঁটাই উবারের


গত সপ্তাহেই উবার জানিয়েছে, করোনাভাইরাস মহামারী সত্ত্বেও লাভের খাতায় নাম লেখাতে রাইড হেইলিং এবং খাবার সরবরাহের মতো মূল ব্যবসায় নজর দেবে এবং গোটা বিশ্বে নিজেদের এক তৃতীয়াংশের বেশি কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’র প্রেসিডেন্ট প্রাদিপ পারামেশ্বারান বলেন, “কোভিড-১৯ প্রভাব এবং ব্যবসা পুনরুদ্ধারের অনুমেয় প্রকৃতির কারণে কর্মীবল কমানো ছাড়া উবার ইন্ডিয়াএস’র কাছে বিকল্প কোনো পথ নেই।”– খবর রয়টার্সের।

ভারতে উবার প্রতিদ্বন্দ্বী ওলা ইতোমধ্যেই ১৪০০ কর্মী ছাঁটাই করেছে। লকডাউনের কারণে দুই মাসে প্রতিষ্ঠানের আয় কমেছে ৯৫ শতাংশ।

মহামারীর প্রভাবে খরচ কমাতে প্রথম দফায় বিশ্বজুড়ে তিন হাজার সাতশ’ কর্মী ছাঁটাই করেছে উবার। পরে আরও তিন হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

এবারে শুধু ভারতেই ছয়শ’ কর্মী ছাঁটাই করলো উবার। ভারতে কর্মী সংখ্যা কতো তা নির্দিষ্ট করে বলেনি প্রতিষ্ঠানটি। তবে, রয়টার্সকে এক সূত্র জানিয়েছেন, ছাঁটাইয়ের আগে দেশটিতে উবারের কর্মী সংখ্যা ছিলো প্রায় আড়াই হাজার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar