ad720-90

জি৫ গ্রাহকের ডেটা অনলাইনে বিক্রির হুমকি হ্যাকারের!


ওয়েবসাইটের সোর্স কোডসহ গ্রাহকের ১৫০ গিগাবাইট ডেটা হাতিয়ে নেওয়ার দাবি করেছেন জন উইক– খবর আইএএনএস-এর।

সাইবার নিরাপত্তা বিষয়ের সংবাদ সাইট কুইকসাইবারের প্রতিবেদন বলছে, খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাবলিক ডোমেইনে ডেটাগুলো শেয়ার করার পরিকল্পনা করছেন হ্যাকার। কোরিয়ান একটি হ্যাকিং গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে হ্যাকারের।

হ্যাকারের দাবি, চুরি করা জি৫ ডটকমের ডেটাবেইজে নিবন্ধিত গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। এর মধ্যে গ্রাহকের সাম্প্রতিক লেনদেন, পাসওয়ার্ড, ইমেইল, মোবাইল নাম্বার এবং বার্তাও রয়েছে।

হ্যাকিংয়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি জি৫।

ফেব্রুয়ারি বা মার্চ মাসের শেষে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আইএএনএস।

কনটেন্ট ব্যবস্থাপনার জন্য জি৫-কে সফটওয়্যার সরবরাহ করে এক্সিনম। কুইকসাইবারকে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটির প্রধান র‍্যাফ ওয়াগনার বলেন, তারা “জি৫-এর ডেটাবেইজ তদারকি করে না” এবং হ্যাকিংয়ের অংশ হওয়া “মাইএসকিউএল ডেটাবেইজটি” এক্সিনমের ব্যবস্থায় ব্যবহার করা হয় না।

“পাশাপাশি, আমরা বিষয়টি তদন্ত করবো এবং তদন্ত শেষ হলে যত দ্রুত সম্ভব বিবৃতি প্রকাশ করবো,” বলেন ওয়াগনার।

বিশ্বজুড়ে ১৫ কোটির বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে জি৫-এর।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar