ad720-90

‘আলাদা থেকেও গ্রুপ সেলফি’ তোলার পেটেন্ট অ্যাপলের


অ্যাপল এই পেটেন্ট পেতে ২০১৮ সালের জুলাইয়ে আবেদন করেছিল। পেটেন্টের প্রযুক্তি “সিনথেটিক বা কৃত্রিম গ্রুপ সেলফি” তুলতে সাহায্য করবে। — খবর প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের।

এই ‘কৃত্রিম গ্রুপ সেলফি’ তুলতে মানুষকে আমন্ত্রণ জানানো যাবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সেলফি তোলায় অংশ নেবে। সেলফি তোলা হয়ে গেলে দেখে মনে হবে, সবাই এক স্থানে দাঁড়িয়েই সেলফি তুলেছেন। ছবিতে ‘রেকর্ডেড বা লাইভস্ট্রিমড’ ভিডিও অন্তর্ভুক্ত করা হতে পারে। চাইলে সেলফিতে অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান পরিবর্তন করে নিজেকে সামনে বা পেছনে নিয়েও আসতে পারবেন।  

তবে, এটি বাস্তবে আদৌ আসবে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এনগ্যাজেট উল্লেখ করেছে, পেটেন্টটির বাস্তবায়ন না-ও হতে পারে – কারণ পেটেন্টের মাধ্যমে অ্যাপল একটি আইডিয়া খতিয়ে দেখছে, এর মানে এই নয় যে এর বাস্তবায়ন হবেই।

ছবি: অ্যাপল

ছবি: অ্যাপল

গ্রুপ সেলফির ঝুঁকিসামনে আসারও  বেশ আগে ২০১৮ সালের জুলাইয়ে পেটেন্টটি পেতে আবেদন করেছিল অ্যাপল।

কোভিড-১৯ বাস্তবতার কারণে হয়তো আলোর মুখ দেখবে আইডিয়াটি, হয়তো দেখবে না। অপেক্ষা ছাড়া প্রযুক্তিপ্রেমীদের হাতে এখন আর কোনো পথ খোলা নেই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar