ad720-90

‘জিফি’ অধিগ্রহণ: যুক্তরাজ্যে তদন্তের মুখে ফেইসবুক


বিবৃতিতে সিএমএ বলছে, “লেনদেনের বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সিএমএ এবং এ বিষয়ে মন্তব্যের আহ্বান করা হয়েছে এবং একটি প্রাথমিক প্রয়োগ আদেশ দেওয়া হয়েছে।”–খবর আইএএনএস-এর।

শীঘ্রই পুরোপুরিভাবে ইনস্টাগ্রাম দলের অংশ হবে জিফি। তবে, অনেক বছর ধরেই শুধু ইনস্টাগ্রাম নয়, ফেইসবুকের মূল অ্যাপ, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও জিফি’র ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইস’ (এপিআই) ব্যবহার করে আসছে ফেইসবুক।

সিএমএ’র দাবি, এই অধিগ্রহণের মাধ্যমে যুক্তরাজ্য বা অন্য কোনো বাজারে প্রতিযোগিতা কমছে কি না সেটিই তদন্ত করা হবে।

এখন পর্যন্ত তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেইসবুক।

গত মাসে ফেইসবুকের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিশাল শাহ বলেন, ইনস্টাগ্রাম এবং জিফি একত্রিকরণের মাধ্যমে “আমরা গ্রাহকের জন্য স্টোরিজ এবং ডিরেক্টে সঠিক জিফ এবং স্টিকার খুঁজে বের করাটা আরও সহজ করতে পারবো”

এর আগে ২০১৫ সালে একবার জিফিকে কেনার চেষ্টা করেছিল ফেইসবুক। সেবার ফেইসবুকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই সময়টিতে নিজেদেরকে অন্যান্য একাধিক সামাজিক মাধ্যমে যুক্ত করার সিদ্ধান্তও নিয়েছিল জিফি।

বর্তমানে টুইটার, স্ন্যাপচ্যাট এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে জিফির সেবা পাওয়া যায়। ফেইসবুক কিনে নিলেও ভবিষ্যতে এই সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক ফেইসবুক মুখপাত্র।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar