ad720-90

আইট্রিপলই এশিয়া প্যাসিফিকের প্রথম ভার্চুয়াল সম্মেলন


শুক্রবার
এই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইট্রিপলই এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটাই
ছিল প্রথম ভার্চুয়াল সম্মেলন। আইট্রিপলই সভাপতি অধ্যাপক তোশিও ফুকুদা ও সহ-সভাপতি অধ্যাপক
কুকজিন চুনের উপস্থিতিতে গত ৫ জুন ছিল এই  অনলাইন
সম্মেলনের উদ্বোধনী আয়োজন।

১০০টি বিদেশিসহ মোট
৪৪৬টি গবেষণাপত্র নিয়ে বিশ্বের নানা দেশ ও অঞ্চল থেকে এক হাজারেরও বেশি প্রকৌশলী,
প্রযুক্তিবিদ ও গবেষক এই সম্মেলনে যোগ দেন।

ইলেকট্রিকাল,
ইলেকট্রনিক, পাওয়ার, নবায়নযোগ্য শক্তি, কমিউনিকেশন, সিগনাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, সিকিউরিটি, বায়োমেডিকেল,  রোবোটিকস ও প্রযুক্তি-প্রকৌশলের অন্যান্য খাতে করা গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপনের
জন্য নির্বাচিত হয়।

জুমে আয়োজিত
এই সম্মেলনে গবেষকরা তাদের প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি আলোচনায়ও অংশ নেন,
যা ‘সেশন চেয়ার’ করেন ১৫টি দেশের ১৩৫ জন বিশেষজ্ঞ।

গত ৭ জুন
সম্মেলনের সমাপনী পর্বে অংশ নেন আইট্রিপলই এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরামর্শক কমিটির
সদস্য অধ্যাপক লরেন্স ওং,
পরিচালক অধ্যাপক আকিনোরি নিশিহারা।

টেনসিম্প
২০২০ সম্মেলনের জেনারেল চেয়ার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল
বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং টেকনিকাল প্রোগ্রাম চেয়ারে ছিলেন বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ের শেখ ফাত্তাহ।

আইট্রিপলই
বাংলাদেশ শাখার প্রধান সেলিয়া শাহনাজ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “বাংলাদেশের ৪০টি
প্রান্ত থেকে যোগ দেওয়া স্বেচ্ছাসেবকরা এই ভার্চুয়াল সম্মেলনকে সফল করে তুলতে প্রচুর
পরিশ্রম করেছে।”

১৬০টি দেশের
চার লাখেরও বেশি সদস্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পেশাদার প্রযুক্তিবিদদের সংগঠন ইনস্টিটিউট
অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স, যা সংক্ষেপে আইইইই
বা আইট্রিপলই নামেও পরিচিত।

১৯৯৩ সালে
মাত্র ৫৪ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল আইট্রিপলই বাংলাদেশ শাখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, আইট্রিপলই বাংলাদেশ শাখার সঙ্গে সম্পৃক্ত রয়েছে ৩৫০০ প্রকৌশলী-প্রযুক্তিবিদ
এবং দেশের ৫১টি বিশ্ববিদ্যালয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar