ad720-90

মেসেঞ্জার ইনবক্সে ‘ফেইস আইডি’ ফিচার জুড়বে ফেইসবুক


ফিচারটি চালু করার পর ফোন আনলক করা অবস্থাতে থাকলেও ফেইস আইডি, টাচ আইডি বা পাসকোড দিয়ে মেসেঞ্জারের ইনবক্সে ঢুকতে পারবেন ব্যবহারকারীরা। মূলত ডিভাইসের নিরাপত্তা সেটিংয়ের উপর নির্ভর করবে ফিচারটি। ফলে ফোন যেভাবে আনলক হবে, মেসেঞ্জার-ও সেভাবে আনলক করতে হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

বর্তমানে খুব স্বল্পসংখ্যক আইওএস ব্যবহারকারীর উপর ফিচারটি পরীক্ষা করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। “আমরা আরও মানুষকে ব্যক্তিগত মেসেজ সুরক্ষা প্রশ্নে পছন্দ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিতে চাইছি, এবং সাম্প্রতিক সময়ে আমরা এমন একটি ফিচার পরীক্ষা শুরু করেছি যা ডিভাইসের সেটিং ব্যবহার করে আপনাকে মেসেঞ্জার অ্যাপ আনলক করার সুবিধা দেবে”। – এক বিবৃতিতে বলেছেন ফেইসবুক মুখপাত্র।

ফেইসবুক মুখপাত্র আরও বলেছেন, “অন্য কোনো ব্যক্তিকে মেসেজে প্রবেশাধিকার দেওয়া থেকে বিরত রাখতে বাড়তি এক স্তর নিরাপত্তা দেবে এটি”।

এরকম নিরাপত্তা সেটিং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগনাল’সহ অন্যান্য আরও অনেক অ্যাপে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহে এ ধরনের অ্যাপ ডাউনলোডের হার বেড়েছে।      





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar