ad720-90

কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপে লাগাম টানার সিদ্ধান্ত নরওয়ের


সোমবার নরওয়েইজিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (এনআইপিএইচ) জানিয়েছে, অ্যাপটি বন্ধ রেখে, এযাবৎ যতো ডেটা সংগ্রহ হয়েছে সব মুছে ফেলা হবে– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

করোনাভাইরাসের সংক্রমণ সীমিত করার লক্ষ্যে অ্যাপটি উন্মুক্ত করেছিলো নরওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার দেশটির ডেটা সুরক্ষা নীতিনির্ধারক সংস্থাটি জানিয়েছে, অন্যান্য বিষয়ের পাশাপাশি সংক্রমণের মাত্রা এখন কম হওয়ায়, গোপনতা নিয়ে চিন্তা না করে অ্যাপের মাধ্যমে ডেটা সংগ্রহ করার বিষয়টি যুক্তিযুক্ত নয়।

বিবৃতিতে এনআইপিএইচ বলছে, “আমরা ডিপিএ’র যাচাইয়ের সঙ্গে একমত নই, তবে আমরাও মনে করি ডেটা মুছে ফেলা এবং এটির ব্যবহার আপাতত বন্ধ রাখাটা জরুরি।”

“সংক্রমণ ছড়ানোর বিরুদ্ধে আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটি গুরুত্বপূর্ণ দিক দূর্বল করছি, কারণ আমরা এখন অ্যাপের উন্নয়ন ও পরীক্ষায় সময় ব্যয় করছি।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar