ad720-90

ভয়েস টুইটিং ফিচার পরীক্ষা করছে টুইটার


একটি একক টুইটে ১৪০ সেকেন্ড পর্যন্ত অডিও ধারণ করা সম্ভব হবে। সীমিত সংখ্যক আইওএস প্ল্যাটফর্ম ব্যবহারকারীর উপর ফিচারটিকে পরীক্ষা করে দেখছে মাইক্রোব্লগিং সাইটটি। এ বিষয়ে এক ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে আরও আইওএস ব্যবহারকারীর জন্য নিয়ে আসা হবে ফিচারটি। — খবর রয়টার্সের।

টুইট সম্পাদনা পর্দায় যোগ হবে নতুন “ওয়েভলেংথ” আইকন। ওই আইকন ব্যবহার করেই ব্যবহারকারীরা ‘ভয়েস টুইট’ করতে পারবেন।

দীর্ঘদিন ধরেই নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে হয়রানি ও ভ্রান্ত তথ্য দূর করার জন্য চাপের মুখে রয়েছে সামাজিক মাধ্যমগুলো। এ বিষয়ে টুইটার মুখপাত্র অ্যালি পাভেলা বলেছেন, “আমরা সবার জন্য এটি নিয়ে আসার আগে বাড়তি কিছু নজরদারি প্রক্রিয়া যোগ করার চেষ্টা করছি”।

টুইটার মুখপাত্র আরও বলেছেন, “আমরা আমাদের নিয়ম মেনে রিপোর্ট হওয়া ভয়েস টুইট পর্যালোচনা করব, পদক্ষেপ নেব, এবং প্রয়োজনে লেবেল সাঁটাবো”।   

কিছুদিন ধরেই করোনাভাইরাস এবং মার্কিন নির্বাচন সম্পর্কিত ভুল তথ্য সম্বলিত টুইটে ‘ফ্যাক্ট-চেক’ বা সত্যতা যাচাইকরণ লেবেল জুড়ে দেওয়া শুরু করেছে টুইটার। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটে লেবেল জুড়তে দ্বিধা করেনি সাইটটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar