ad720-90

নতুন সব আইফোনে থাকবে টাচযুক্ত ওলেড পর্দা!


ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, নতুন আইফোনের জন্য এই পর্দাগুলো সরবরাহ করবে স্যামসাং ডিসপ্লে।

আলাদা সেন্সর ফিল্মের বদলে ওলেড প্যানেলের সঙ্গেই যুক্ত থাকবে টাচ সেন্সর। এতে আইফোনগুলোর পুরুত্ব আরও কমিয়ে আনা যাবে। পাশাপাশি ডিভাইসের উৎপাদন খরচও কমবে।

চলতি বছরের শেষ নাগাদ আইফোন ১২ সিরিজের আওয়তায় কয়েকটি নতুন ডিভাইস উন্মোচন করতে পারে অ্যাপল। থাকতে পারে দুইটি প্রিমিয়াম সংস্করণের আইফোনও।

৬.১ ইঞ্চি বা ৬.৭ ইঞ্চি পর্দার মাপে আসতে পারে আইফোন ১২ প্রো। এই সংস্করণের পেছনে লিডার স্ক্যানারের পাশাপাশি চারটি ক্যামেরা সেন্সর বসাতে পারে অ্যাপল। সম্প্রতি আইপ্যাড প্রো মডেলে নতুন এই লিডার স্ক্যানার যোগ করেছে অ্যাপল।

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো ইতোমধ্যেই দাবি করেছেন, চলতি বছরের চারটি আইফোন মডেলেই ওলেদ পর্দা এবং ৫জি সমর্থন থাকবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar