ad720-90

ভারতে প্রযুক্তি কেন্দ্র খুলছে জুম


গবেষণা এবং উন্নয়নের পাশাপাশি, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রম নিয়ে কাজ করবে নতুন এই প্রযুক্তি কেন্দ্র, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জুমের পণ্য ও প্রকৌশল বিভাগের প্রেসিডেন্ট ভেলচামি শংকরলিংগাম– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ে একটি অফিস ও ডেটা সেন্টার এবং ব্যাঙ্গালুরুতে আরেকটি ডেটা সেন্টার রয়েছে স্যান হোসে, ক্যালিফোর্নিয়াভিত্তিক জুমের।

শংকরলিংগাম বলেন, সেবার পরিধি বাড়লে আরও স্থানীয় ডেটা সেন্টার চালু করতে পারে জুম। অবশ্য ভারতের জন্য ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা বা কতো সংখ্যক কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি তা প্রকাশ করেনি জুম।

করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ করা কর্মীদের সংখ্যা বাড়ার কারণে চাহিদাও অনেক বেড়েছে জুমের। তবে, গোপনতা এবং নিরাপত্তা ত্রুটি নিয়ে সমালোনার মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সমস্যা সমাধানে বেশ কিছু আপগ্রেড এনেছে জুম।

সেবার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অন্যান্য কিছু দেশের মতো এর আগে ভারতও বলেছে, “নিরাপদ প্ল্যাটফর্ম নয় জুম।”

এ বিষয়ে জুমের প্রধান পরিচালন কর্মকর্তা অপর্না বাওয়া বলেন, “ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করেছে জুম এবং সে কারণেই আমরা আশাবাদী।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar