ad720-90

ভিডিও মিটিংয়ের জন্য নিরাপত্তা ফিচার এলো গুগল মিটে


মঙ্গলবার এ ব্যাপারে জানিয়েছে গুগল। নতুন ফিচারে হোস্টকে “নক” এর ব্যাপারে আরও বেশি নিয়ন্ত্রণ দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে গুগল অ্যাকাউন্টে লগড ইন অবস্থায় নেই এমন ব্যক্তির মিটিংয়ে যোগ দেওয়ার চেষ্টা ঠেকানো যাবে। — খবর রয়টার্সের।

গুগল জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি কয়েকবার মিটিংয়ে প্রবেশের জন্য অনুরোধ করেন, এবং তার অনুরোধ যদি হোস্ট না নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ব্লক করে দিয়ে আর অনুরোধ পাঠাতে দেবে না মিট।  

নভেল করোনাভাইরাস মহামারীর এ সময়টিতে ভিডিও কনফারেন্সিং সেবার ব্যবহার বাড়ছে, পাশাপাশি বাড়ছে নিরাপত্তা সমস্যাও ।

গুগল মিটের প্রতিদ্বন্দ্বী সেবা জুমও ‘অতিথি’ নিয়ে সমস্যায় পড়েছিল। পড়ে ‘জুমবম্বিং’ ঠেকাতে নতুন ফিচার নিয়ে এসেছে সেবাটি। উল্লেখ্য, আমন্ত্রণ ছাড়া অপরিচিত কারো জুম মিটিংয়ে ঢুকে পড়াকে জুমবম্বিং বলে।    





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar