ad720-90

পর্দার নিচে ক্যামেরার স্মার্টফোন দেখালো জেডটিই!


কয়েক বছর ধরেই স্মার্টফোনের বেজেল যতোটা সম্ভব কমিয়ে পর্দা বাড়ানোর প্রতিযোগিতা চলছে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। সেই প্রতিযোগিতারই অংশ হিসেবেই দেখা গেছে নচ পর্দা, হোল পাঞ্চ পর্দা এবং পপ-আপ ক্যামেরা প্রযুক্তি। এবারে এই প্রতিযোগিতায় যোগ হচ্ছে পর্দার নিচে ক্যামেরা প্রযুক্তি।

প্রযুক্তি সাইট সিনেট বলছে, ১ সেপ্টেম্বর চীনে নতুন অ্যাক্সন ২০ ৫জি ফোন উন্মোচনের কথা জানিয়েছে জেডটিই। প্রতিষ্ঠানটির দাবি, উন্মোচিত হলে “এটিই হবে বিশ্বের প্রথম বড় পরিসরে উৎপাদিত পর্দার নিচে সেলফি ক্যামেরার ৫জি স্মার্টফোন।”

একই ধরনের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে অন্যান্য চীনা প্রতিষ্ঠানও। গত বছর প্রোটোটাইপ দেখিয়েছে শাওমি এবং অপ্পো। আর চলতি বছরের শুরুতে প্রোটোটাইপ দেখিয়েছে ভিভো।

জেডটিই’র নতুন ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও স্পষ্ট নয়। তবে এক্সডিএ ডেভেলপারস-এর প্রতিবেদন বলছে, ৬.৯২ ইঞ্চি ওলেড পর্দা এবং ৪১২০ এমএএইচ ব্যাটারি থাকবে ডিভাইসটিতে। পর্দার নিচে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি পেছনে চারটি ক্যামেরা লেন্স রাখতে পারে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar