ad720-90

সেপ্টেম্বরেই বিদায় নিচ্ছে ফেইসবুকের ‘ক্লাসিক’ ইন্টারফেইস


গত বছরের ডেভেলপার কনফারেন্সেই নিজেদের নতুন ইন্টারফেইসটি দেখিয়েছিল মার্কিন সোশাল জায়ান্টটি। পরে ওই বছরের মে মাস থেকেই নতুন ইন্টারফেইস পরীক্ষা করা শুরু করে ফেইসবুক। এতোদিন পরীক্ষাধীন অবস্থায় থাকার পর ফেইসবুক জানালো পরিবর্তনের খবর।

এনগ্যাজেট ও ভার্জসহ একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের খবর বলছে, ওয়াচ এবং গেইমিং সেকশনকে সামনে নিয়ে আসবে নতুন ফেইসবুক ইন্টারফেইস।

ফেইসবুকের নকশাকার ও প্রকৌশলীরা জানিয়েছিলেন, ক্লাসিক হিসেবে পরিচিত পুরোনো ডিজাইন ২০২০ সালে এসে পুরোনো ও বিশৃঙ্খল হয়ে উঠেছে। কয়েক মাস আগে ফেইসবুক অ্যাপের প্রকৌশল পরিচালক টম ওকিনো বলেছিলেন, “আমরা মোবাইলের সঙ্গে তাল মেলাতে আমাদের মনোযোগ বদলেছি।”  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর প্রতিবেদন বলছে, নতুন আপডেটে আরও বড় বড় লেখা এবং পরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়বে ব্যবহারকারীদের। আরও দ্রুত লোড হবে সাইটটি। এ ছাড়াও নতুন ইন্টারফেইসের ডার্ক মোড ব্যবহারকারীর চোখের উপর চাপ কমাতে পারবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar