ad720-90

ডিসেম্বরে আসছে চীনা ভ্যাকসিন, দাম আকাশচুম্বী


নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাশিয়ার পর এবার চীন নিজেদের করোনা ভ্যাকসিন বাজারে নিয়ে আসার কথা জানালো। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ভ্যাকসিনটি আনার দাবি করেছে চিন। তবে চীনা ভ্যাকসিনের দাম হচ্ছে আকাশচুম্বী। ১৪৫ মার্কিন ডলার। শনিবার ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনোফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউ জিংহেনের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে, সিনোফার্ম আশা করছে, তাদের প্রতি ডোজ টিকার দাম কয়েক শ ইউয়ান হবে। তবে দুই ডোজের টিকার দাম এক হাজার ইউয়ান অর্থাৎ বাংলাদেশি অর্থমূল্যে যা ১২ হাজার ২৯৭ টাকার কম হবে। যদিও এ দাম খুব বেশি নয়, তবে বাজারের সম্ভাব্য অন্য প্রতিদ্বন্দ্বী টিকাগুলোর চেয়ে অনেক বেশি দামি।

লিউ জিংহেন বলেছেন, তাদের ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষায় তিনি নিজেও এটি গ্রহণ করেছেন। তিনি আশা করছেন, এ ভ্যাকসিনটির একটি ডোজেই ৯৭ শতাংশ প্রতিরোধী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হলে এর কার্যকারিতা শতভাগে পৌঁছাবে।

অবশ্য অন্য গবেষকেরা বলছেন, সিনোফার্মের ভ্যাকসিনটি কার্যকর কি না, তা এখনই বলা যাচ্ছে না। ১৩ আগস্ট সিনোফার্ম তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেছে। চীনে ওই পরীক্ষা চালানো হয়।

ভ্যাকসিন বিশেষজ্ঞ ড্রেক লোয়ি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন ব্লগে লিখেছেন, সিনোফার্মের ভ্যাকসিনটির ব্যাপক প্রতিক্রিয়ার ব্যাপারে আমাদের আরও তথ্য দরকার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar