ad720-90

বেজোস-এর সম্পদ এখন ২০ হাজার কোটি মার্কিন ডলার


ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর তথ্যমতে, ব্যক্তিগত সম্পদের দিক থেকে প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলকে পৌঁছেছেন বেজোস। বুধবার অ্যামাজন প্রধানের ব্যক্তিগত সম্পদ ২০ হাজার দুইশ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।

বেজোসের ব্যক্তিগত সম্পদের বেশিরভাগই এসেছে অ্যামাজনের শেয়ার থেকে। চলতি বছর লাফিয়ে বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য।

সর্বশেষ ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা পেয়েছেন বেজোস। সে সময় বেজোসের ব্যক্তিগত সম্পদ ১৫ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১৭ সালে অল্প সময়ের জন্য মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে হটিয়ে শীর্ষ ধনীর তকমা পেয়েছিলেন তিনি।

বর্তমানে বিল গেটসের চেয়ে বেজোসের ব্যক্তিগত সম্পদ সাত হাজার আটশ’ কোটি ডলার বেশি।

চলতি বছর অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ৮৬ শতাংশ। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান প্রতিষ্ঠানটির বাজার মূল্য এখন ১.৭ ট্রিলিয়ন ডলার। করোনাভাইরাস মহামারীতে অনলাইন বিক্রি বাড়ার কারণেই শেয়ার মূল্য বেড়েছে অ্যামাজনের।

গত বছর সংসার ভাঙায় ম্যাকেঞ্জি স্কটকে অ্যামাজনের চার শতাংশ শেয়ার বা তিন হাজার সাতশ’ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছেন বেজোস। এমনটা না ঘটলে আরও আগেই ২০ হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারতেন অ্যামাজন প্রধান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar