ad720-90

টোপ ছিল মিলিয়ন ডলারের, টেসলা কর্মী জানিয়ে দিলেন এফবিআইকে


মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, একটি মার্কিন প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এক রাশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেনি বিচার বিভাগ। টেসলাবিষয়ক সংবাদের সাইট টেসলারাতি বলছে, বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা ওই মার্কিন প্রতিষ্ঠনটিই টেসলা।

টেসলারাতির ওই প্রতিবেদনের জবাবে টুইট বার্তায় মাস্ক বলেন, “এটি একটি গুরুতর হামলা ছিলো।”

মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২৭ বছর বয়সী রাশিয়ান নাগরিক ইগর ইগোরেভিচ ক্রিউকভকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে সুরক্ষিত কম্পিউটার ব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। টেসলার একজন কর্মীকে হাত করে প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করছিলেন ক্রিউচকভ।

বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ আরও বলেছে, ম্যালওয়্যারটির লক্ষ্য ছিলো নেটওয়ার্ক থেকে ডেটা বের করা এবং প্রতিষ্ঠানকে মুক্তিপণের জন্য হুমকি দেওয়া।

টেসলার কম্পিউটার ব্যবস্থায় ম্যালওয়্যার ছড়াতে পারলে ওই কর্মীকে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছিলেন ক্রিউচকভ। এর বদলে ওই কর্মী বিষয়টি এফবিআইকে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar