ad720-90

অ্যাপলের বিজ্ঞাপন ব্লক, অর্ধেকে নামতে পারে ফেইসবুকের আয়


বিবিসি’র প্রতিবেদন বলছে, নতুন আইওএস ১৪-এ গ্রাহকের ডেটা সংগ্রহ এবং শেয়ারের জন্য তার স্পষ্ট সম্মতি নিতে হবে। ফলে ফেইসবুকের বাইরে অন্য অ্যাপে ব্যবহারকারী না চাইলে বিজ্ঞাপনগুলো গ্রাহককে অনুসরণ করতে পারবে না।

ফেইসবুকের দাবি, গ্রাহককে পুরোনো পদ্ধতিতে বিজ্ঞাপন দিয়ে লক্ষ্য বানালে আট গুণ বেশি সম্ভাবনা থাকে যে তারা পণ্যটি কিনবেন। কিন্তু আইওএস ১৪-এর পরীক্ষায় দেখা গেছে, অনুমতিবিষয়ক পরিবর্তনের কারণে বিজ্ঞাপন প্রকাশকের আয় ৫০ শতাংশের বেশি কমে গিয়েছে।

বিজ্ঞাপনের জন্য ‘অডিয়েন্স নেটওয়ার্ক’ নামের একটি ব্যবস্থা ব্যবহার করে ফেইসবুক। এই ব্যবস্থায় গ্রাহকের পছন্দ এবং প্রাধান্য বিবেচনা করে অন্যান্য মোবাইল অ্যাপেও বিজ্ঞাপন প্রচার করে ফেইসবুক।

ইতোমধ্যেই এই ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখার সুযোগ রয়েছে আইফোন গ্রাহকের কাছে।

ফেইসবুক বলছে, ট্র্যাকিংয়ের জন্য সব গ্রাহক সক্রিয়ভাবে অংশ নিলেই কেবল তাদেরকে ট্র্যাক করা যাবে, অ্যাপলের এমন পরিকল্পনা “আইওএস ১৪ অডিয়েন্স নেটওয়ার্ককে অকার্যকর করতে পারে এবং এতে এই ব্যবস্থার আর কোনো অর্থ থাকবে না।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar