ad720-90

এক দশকে প্রথমবার নকশা বদলাচ্ছে উইকিপিডিয়া


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন গ্রাহকের কাছে সাইটটি আরও আকর্ষণীয় করে তুলতেই নকশা বদলাচ্ছে মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন।

মিডিয়াউইকি পোস্টে প্রস্তাবিত নতুন ফিচারগুলো নিয়ে এখনই জানতে পারবেন গ্রাহক। নতুন নকশার কিছু জিফ অ্যানিমেশনও শেয়ার করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

নতুন ফিচারের একটি হলো, বাম দিকে সংকোচনযোগ্য সাইডবার। সাইডবারটি বাটনের মাধ্যমে লুকিয়ে রাখার এই ফিচারের কারণে মূল লেখা থেকে মনোযোগ সরবে না গ্রাহকের। এতে বাম দিকে অপ্রাসঙ্গিক কনটেন্ট এবং লিঙ্কের সংখ্যাও সীমিত হবে।

পেইজের ভাষা বদলাতে একটি ওয়ান-ক্লিক বাটনও যোগ হচ্ছে নতুন নকশায়।

সার্চ টুলটিও আরও উন্নত করতে কাজ করছে উইকিপিডিয়া। এ ছাড়া উইকিপিডিয়া পেইজে লোগোর আকার ছোট করতেও কনফিগারেশন বদলাচ্ছে সাইটটটি।

এক ব্লগ পোস্টে উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, “অনেক দিন ধরে ক্রমান্বয়ে এই পরিবর্তনগুলো আনা হবে।” আনুষ্ঠিকভাবে উন্মুক্ত করার আগেই গ্রাহক নতুন ফিচারগুলো পরীক্ষা করতে পারবেন।

২০২১ সাল শেষ হওয়ার আগেই ডেস্কটপ সংস্করণের পুরো নকশা বদলাতে চায় উইকিপিডিয়া। মোবাইল সংস্করণেও একই নকশা আসবে কি না, তা জানায়নি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar