ad720-90

আগামী বছরই ভারতে ঢোকার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক


মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টি-শার্টের ছবি পোস্ট করেছেন এক গ্রাহক। টি-শার্টে লেখা ছিলো “ভারতের চাওয়া টেসলা”।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, এই টুইটের জবাবে মাস্ক বলেছেন, “নিশ্চিতভাবেই সামনের বছর। অপেক্ষা করার জন্য ধন্যবাদ।”

বৈদ্যুতিক যানের প্রচারণা ও উৎপাদনে ক্রমেই নজর বাড়াচ্ছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এমন সময়ই ভারতে বাজারে যাত্রা শুরু করতে পারে টেসলা।

ভারতের বাজারে গত বছরই চাহিদা কমেছে গাড়ি খাতে। এরপরই এসেছে নভেল করোনাভাইরাস মহামারীর ছোবল। বিক্রি বাড়াতে সরকারি সহায়তার খোঁজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

গত বছর টুইটারে মাস্কের কাছে আরেক গ্রাহক জানতে চেয়েছেন, “ভারতের বিষয়ে কী ভাবছেন স্যার?”

২০১৯ সালের মার্চ মাসে ওই টুইটের জবাবে মাস্ক বলেছিলেন, “এ বছরই সেখানে যাওয়াটা পছন্দ করবো। যদি না হয়, অবশ্যই সামনের বছর!”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar