ad720-90

রোভিও এন্টারটেইনমেন্ট ছাড়ছেন প্রধান নির্বাহী লেভোরানতা


লেভোরানতা রোভিও এন্টারটেইনমেন্টের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। ২০১৭ সালে তালিকাভুক্তির মাধ্যমে শেয়ার বাজারেও নিয়ে গিয়েছিলেন। শুরুতে শেয়ার বাজারে ভালোই করছিলো রোভিও, কিন্তু পাঁচ মাসের মাথাতেই ঝামেলার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

‘অতর্কিত মুনাফা সতর্কতা’ জানিয়েছিল রোভিও। উল্লেখ্য, মুনাফা সতর্কতা মূলত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়, বিনিয়োগকারীদের বিবৃতি দিয়ে জানানো হয়, প্রত্যাশিত অঙ্কের চেয়ে কম হবে মুনাফা।

মুনাফা সতর্কতা জানানোর পরপরই প্রতিষ্ঠানটির উপর ক্ষেপে যান বিনিয়োগকারীরা। একদিনের মধ্যেই শেয়ার মূল্য নেমে এসেছিল অর্ধেকে।

এখনও খারাপ অবস্থানে নেই রোভিও এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিম ইগনাটিয়াস এক বিবৃতিতে বলেছেন, “প্রতিষ্ঠানটির ফলাফল ও নগদ প্রবাহের উন্নয়ন ভালো মাত্রায় রয়েছে, হিসেবের খাতাও মজবুত অবস্থায় রয়েছে।”

দায়িত্ব পালনের জন্য লেভোরান্তাকে ধন্যবাদও জানিয়েছেন ইগনাটিয়াস।

লেভোরান্তার রোভিও ছাড়ার খবরের পরপরই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১.২ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কে হবেন, তা এখনও ঠিক হয়নি।

এ প্রসঙ্গে ফিনিশ প্রতিষ্ঠানটি বলেছে, “পরিচালক পর্ষদ নতুন প্রধান নির্বাহী অনুসন্ধানের কাজ শুরু করবে।”  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar