ad720-90

পেটেন্ট মামলায় সিসকোর জরিমানা ১৮৯ কোটি ডলার


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সেন্ট্রিপেটালের সাইবার নিরাপত্তা পেটেন্ট নকলের অভিযোগ ছিলো সিসকোর বিরুদ্ধে।

মাসব্যাপী জুরিবিহীন বিচারের পর মার্কিন নরফক, ভার্জিনিয়ার জেলা বিচারক হেনরি মরগান বলেছেন, সেন্ট্রিপেটাল নেটওয়ার্কসের চারটি পেটেন্ট অমান্য করেছে সিসকো। প্রতিষ্ঠানটি পঞ্চম আরেকটি পেটেন্টটি অমান্য করেছে, এমন কোনো প্রমাণ মেলেনি।

সিসকোর প্রমাণ এবং নিজস্ব কারগরি নথিতে অসঙ্গতির কথা উল্লেখ করে ১৬৭ পাতার সিদ্ধান্তে মরগান বলেছেন, মামলাটি “কাছাকাছি ফলাফলের মতো কোনো ঘটনা ছিল না।”

জরিমানার ১৮৯ কোটি মার্কিন ডলারের মধ্যে মূল ক্ষতিপূরণ ৭৫.৫৮ কোটি মার্কিন ডলার। তবে, সিসকোর ‘ইচ্ছাকৃত এবং গুরুতর’ অপরাধের কারণে আড়াই গুণ বেশি জরিমানা করেছেন বিচারক।

বিচারক মরগান আরও বলেছেন, চারটি পেটেন্টের ক্ষেত্রে “বিচারে কোনো যৌক্তিক প্রমাণ দেখাতে পারেনি সিসকো।”

এদিকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় সিসকো। প্রতিষ্ঠানটি দাবি করেছে “সিসকোর উদ্ভাবনের মাধ্যমে অনেক বছর ধরেই পেটেন্টগুলোর মতোই কাজ হচ্ছিলো, পেটেন্ট অমান্য না করাও যথাযথ প্রমাণ দেওয়া হয়েছে।”

বিষয়টি নিয়ে মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস-এ আপিল করার পরিকল্পনা করছে সিসকো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar