ad720-90

যুক্তরাষ্ট্রে কর ফাঁকি; বার্সেলোনায় গ্রেপ্তার জন ম্যাকাফি


শনিবার ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিলেন ম্যাকাফি। কিন্তু ফ্লাইটে উঠার আগেই তিনি পুলিশের হাতে আটক হন। ওই সময় তার কাছে ব্রিটিশ পাসপোর্ট পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ম্যাকাফিকে স্পেনের রাজধানী মাদ্রিদে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে।

সোমবার ম্যাকাফির বিরুদ্ধে আটকাদেশ জারি করেন মার্কিন ফেডারেল আইনজীবিরা। অভিযোগ, তিনি কর ফাঁকি দিয়েছেন, এবং ইচ্ছামূলকভাবেই সে হিসেব দাখিল করেননি। এ ঘটনার আগ দিয়েই মার্কিন ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ জানিয়েছিল, ম্যাকাফির বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করা হয়েছে।

‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ এর অভিযোগ, মিথ্যা ও ভুল পথে পরিচালিত করতে পারে এমন ক্রিপ্টোকারেন্সি সুপারিশ থেকে অঘোষিত ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি ৩১ লাখ ডলার আদায় করেছেন ম্যাকাফি।           

এ ছাড়াও ক্রিপ্টোকারেন্সি প্রচারণা, পরামর্শ, বক্তব্য দান, এবং তথ্যচিত্রের জন্য জীবনী স্বত্ত্ব বিক্রি করে কোটি ডলার আয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar