ad720-90

বিভক্ত হচ্ছে ১০৯ বছর পুরানো আইবিএম


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২১ সালের মধ্যে নতুন নামে প্রতিষ্ঠানের আইটি কাঠামো সেবাদাতা বিভাগকে শেয়ার বাজারে তালিকভুক্ত করবে আইবিএম।

ডেটা সেন্টারে প্রযুক্তিগত সমর্থন দেওয়ার পাশাপাশি অন্যান্য আউটসোর্সিং সেবা দিয়ে থাকে এই বিভাগটি।

আইবিএম প্রধান আরভিন্দ কৃষনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। গত বছর তিন হাজার চারশ’ কোটি মার্কিন ডলারে রেড হ্যাট চুক্তির পেছনের কারিগরও কৃষনা।

সফটওয়্যার বিক্রিতে ধীর গতি এবং মেইনফ্রেম সার্ভারের মৌসুমি চাহিদার কারণে আয় পুষিয়ে নিতে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাউডে নজর বাড়িয়েছে আইবিএম।

চলতি বছরের এপ্রিলে গিনি রোমেতির কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছেন কৃষনা। বিভক্ত হওয়ার পরও সফটওয়্যার এবং সলিউশনস পোর্টফোলিও থেকেই প্রতিষ্ঠানের বেশিরভাগ আয় আসবে বলে জানিয়েছেন আইবিএম প্রধান।

এই পদক্ষেপকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক মডেলের ক্ষেত্রে “লক্ষ্যণীয় পরিবর্তন” উল্লেখ করে কৃষনা বলেছেন, “রেড হ্যাটের সঙ্গে সাফল্যের কারণে আমরা আত্মবিশ্বাসী হয়েছি যে, এটি সঠিক পদক্ষেপ।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar