ad720-90

অ্যামাজনের প্রাইম ডে'র মধ্যে‍ই শ্রমিক ধর্মঘট জার্মানিতে


করোনাভাইরাস মহামারীর বাস্তবতায় অ্যামাজনের প্রাইম ডে এবার অনেক দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত অনুষ্ঠানটি জুলাইয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনটির মূল লক্ষ্য থাকে গ্রীষ্মকালীন বিক্রি বাড়ানো।

সবমিলিয়ে এবার দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন ভার্দি। আরও উন্নত মজুরি ও কর্মপরিবেশের দাবিতেই ডাকা হয়েছে এই ধর্মঘট।

অবশ্য অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, অধিকাংশ শ্রমিকই ধর্মঘটের ডাক উপেক্ষা করে গতানুগতিকভাবে কাজ করেছেন।

প্রতিষ্ঠানের সাফাই গেয়ে তিনি আরও যোগ করেন, অ্যামাজন নিজ শ্রমিকদের “অসাধারণ মজুরি” ও সুযোগ-সুবিধা দেয়। অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মীদের সঙ্গে তুলনা করলে ভালো কর্মপরিবেশও রয়েছে শ্রমিকদের জন্য।

জার্মানিতে ২০১৩ সাল থেকেই ভার্দির সঙ্গে দ্বন্দ্ব চলছে অ্যামাজনের। এর আগেও অ্যামাজন প্রশ্নে কয়েকবার ধর্মঘটের ডাক দিয়েছে ভার্দি। সর্বশেষ সমস্যা শুরু হয়েছে এ বছরের জুনে। ‘লজিস্টিকস’ কেন্দ্রের কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফের ভার্দির সঙ্গে বিতণ্ডতায় জড়ালো অ্যামাজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর জার্মানিই অ্যামাজনের সবচেয়ে বড় বাজার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar