ad720-90

নতুন ওলেড পর্দা বানালো স্যামসাং, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি


প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটির জন্য আদর্শ হবে নতুন এই ওলেড পর্দা।

দুই স্তরে আলো ফেলতে সাদা ওলেড ‘ফিল্ম’ বা ফিল্টার ব্যবহার করছে নতুন ১০ হাজার পিপিআই ডিসপ্লে।

ভার্জের প্রতিবেদন বলছে, সাদা আলো রূপালি ফিল্মের পর একটি ‘মেটাসারফেইসে’ প্রতিফলিত হয়, যা এক তরঙ্গদৈর্ঘ্যের চেয়েও ছোট।

বর্তমান বাজারে প্রিমিয়ামসহ বেশিরভাগ স্মার্টফোনে চারশ’ থেকে পাঁচশ’ পিপিআই পর্দা থাকে। পিক্সেল হিসেবের দিক থেকে এই পর্দাগুলো স্যামসাং এবং স্ট্যানফোর্ডের নতুন পর্দার তুলনায় এক শতাংশেরও কম।

এদিকে উন্নত ওলেড টেলিভিশনগুলোর পিপিআই একশ’ থেকে দুইশ’। রঙের ফিল্টারের মাধ্যমে ছবি বা ভিডিওর বিভিন্ন টোন অনুকরণ করে এই পর্দাগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar