ad720-90

নতুন নকশায় সাজলো স্যামসাংয়ের ‘গ্যালাক্সি স্টোর’


নতুন নকশায় গ্যালাক্সি স্টোরের হোম স্ক্রিন ট্যাব দুটি। একটি গেইমারদের জন্য, আরেকটি অ্যাপের জন্য। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, যতোবার গেইমার গ্যালাক্সি স্টোর থেকে গেইম কিনবেন, ততবার পয়েন্ট পাবেন তিনি।

প্রত্যেকবার পাওয়া পয়েন্ট পরবর্তী গেইম কেনার সময় খরচ করার সুযোগ পাবেন গেইমার। এপিক গেইমস বনাম অ্যাপল-গুগল অ্যাপ স্টোরের দ্বন্দ্বকেও নিজ প্রচারণায় টেনে এনেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একমাত্র তাদের অ্যাপ স্টোর থেকেই এপিক গেইমসের ফোর্টনাইট ডাউনলোডের সুযোগ পাচ্ছেন গেইমাররা।

চাইলে অ্যান্ড্রয়েডে ফোর্টনাইট ‘সাইডলোড’ও করতে পারবেন আগ্রহীরা। গ্যালাক্সি ট্যাব ৭-এ ৯০ ফ্রেম প্রতি সেকেণ্ডে গেইমটি চলবে বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট।

গেইম ছাড়াও গ্যালাক্সি স্টোরের গেইমিং ট্যাবে আকর্ষণীয় ‘প্রোমো’ এবং ‘প্রিভিউ’ পাবেন ব্যবহারকারীরা।

স্যামসাংয়ের কিছু ফোন ও ট্যাবলেটে ‘গুগল স্টেডিয়া’ ও ‘এক্সবক্স গেইমিং পাস’ ক্লাউড গেইমিংয়ের সুবিধাও দিতে পারবে ব্যবহারকারীদের।

সম্প্রতি তৃতীয় প্রান্তিকে পাঁচ হাজার নয়শ’ কোটি ডলার আয় হওয়ার খবর জানিয়েছে স্যামসাং। হুয়াওয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা স্যামসাংয়ের মোবাইল এবং চিপ ব্যবসায়ের আয় বাড়ানোয় ভূমিকা রেখেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে যে বাজার হারিয়েছে, তার দখল নিচ্ছে স্যামসাং।

করোনাভাইরাস মহামারীর এ সময়ে বাসায় সময় কাটাচ্ছেন বিশ্বের বহু মানুষ। গেইমিংয়ের দিকেও সময় দিচ্ছেন আগের তুলনায় অনেক বেশি। এ সুযোগটি কাজে লাগাতে চাইছে বড় প্রতিষ্ঠানগুলো। ফেইসবুক, মাইক্রোসফট ও গুগল নিজ নিজ ধাঁচের ক্লাউড গেইমিং সেবা নিয়ে হাজির হয়েছে।

অক্টোবরেই গেইমিং ও বিজ্ঞাপন খাত বাবদ আয় বাড়ার খবর জানিয়েছে রুশ প্রযুক্তি প্রতিষ্ঠান মেইল ডটআরইউ। গেইমিং খাতে বিনিয়োগের খবরও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। মাসের শুরুতে মেইল ডটআরইউয়ের মাইডট গেইমস ইউনিট চার কোটি ৯১ লাখ ডলারের বিনিময়ে রাশিয়ান গেইমস ডেভেলপারে ডেউস ক্র্যাফটের মালিকানা অংশ কিনেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ অংশ এখন মাইডট গেইমসের হাতে।

পিছিয়ে নেই মার্কিন প্রতিষ্ঠানও। সেপ্টেম্বরেই নগদ সাতশ’ ৫০ কোটি ডলারের বিনিময়ে  জনপ্রিয় গেইম ‘ডুম’ নির্মাতা জেনিম্যাক্স মিডিয়াকে কেনার খবর জানিয়েছিল মাইক্রোসফট। জেনিম্যাক্স মিডিয়াকে কেনার মধ্য দিয়ে রাতারাতি ২৩টি ‘ক্রিয়েটিভ স্টুডিও টিমের’ মালিক হবে মাইক্রোসফট।

মহামারীর এ কঠিন সময়েও নিজ নিজ নতুন কনসোল বাজারে এনেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি ও মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar