ad720-90

তথ্য ফাঁস: মোটা জরিমানার মুখে হোটেল চেইন ম্যারিয়ট


প্রতিবেদনে বিবিসি বলছে, ইনফরমেশন কমিশনার’স অফিসের (আইসিও) দাবি- সাইবার হামলায় সম্ভবত অতিথিদের নাম, যোগাযোগের তথ্য এবং পাসপোর্টের বিস্তারিত তথ্য বেহাত হয়েছে।

ম্যারিয়ট হোটেলসে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যের ৭০ লাখ অতিথি আক্রান্ত হয়েছেন।

আইসিও বলছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। তবে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ম্যারিয়ট।

২০১৪ সালে সাইবার হামলার এই ঘটনায় আক্রান্ত হয় স্টারউড হোটেলস গ্রুপ। দুই বছর পর হোটেল চেইনটি অধিগ্রহণ করেছে ম্যারিয়ট।

২০১৮ সালে বিষয়টি নজরে আসার আগ পর্যন্ত আক্রান্ত ব্যবস্থায় প্রবেশ করে নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, হোটেলে আসা যাওয়ার তথ্য, ভিআইপি স্ট্যাটাস এবং লয়ালটি প্রোগ্রাম নাম্বার দেখতে পারছিলেন হ্যাকার।

জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) অনুযায়ী ম্যারিয়ট গ্রাহকের ব্যক্তিগত ডেটা রক্ষা করতে পারেনি বলে দাবি করেছে আইসিও।

বিবিসি’র প্রতিবেদন বলছে, কিছু দিক থেকে আমরা ম্যারিয়টের জন্য দুঃখ প্রকাশ করতে পারি।

টাইডির ধারণা, স্টারউড অধিগ্রহণের বিস্তারিত আলোচনার সময়ও ম্যারিয়ট বুঝতে পারেনি মূল্যবান ডেটাবেইজে ইতোমধ্যেই আড়িপেতেছে হ্যাকার।

কয়েক বছর ধরে ওই ব্যবস্থার নাগাল ছিলো হ্যাকারের কাছে এবং কোনো ইঙ্গিত ছাড়াই প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে ম্যারিয়ট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar