ad720-90

ইউরোপের বাজারে বৈদ্যুতিক ট্রাকের বহর নামাবে ভলভো


বৃহস্পতিবার এ ব্যাপারে এক বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ভলভো আদতে সুইডেনের এবি ভলভো প্রতিষ্ঠানের মূল ট্রাক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারী মালামাল বহনের লক্ষ্যে বিদ্যুত চালিত ট্রাক পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি।

ভলভো জানিয়েছে, ভলভো এফএইচ, ভলভো এফএম এবং ভলভো এফএমএক্স মডেলের ট্রাক পরীক্ষা করছে তারা। ইউরোপে আঞ্চলিক পরিবহন সেবা ও নগরায়ণ নির্মাণ কাজে ট্রাকগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গাড়িগুলোর ওজন ব্যাটারি কনফিগারেশনের উপর নির্ভর করে ৪৪ টন পর্যন্ত হবে, এবং এগুলোর চালনা পরিসীমা হবে তিনশ’ কিলোমিটার।

আগামী বছর এই ট্রাকের বিক্রি শুরু হবে এবং ২০২২ সালে উৎপাদন আরও বাড়ানো হবে। এ প্রসঙ্গে ভলভো বলছে, “এর মানে হচ্ছে, ২০২১ সাল থেকে সামনের সময়গুলোতে ভলভো ট্রাক ইউরোপে বিতরণ, আঞ্চলিক পরিবহন এবং নগরায়ণ নির্মাণ কাজের উদ্দেশ্যে ব্যাটারি চালিত বৈদ্যুতিক ট্রাকের পুরো বহর বিক্রি করবে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar