ad720-90

নতুন ‘গায়েবি বার্তা’র ফিচার আনছে ফেইসবুক


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, বন্ধুদের মধ্যে বার্তা আদানপ্রদানের ক্ষেত্রে বার্তা আপনাআপনি মুছে যাওয়ার ফিচার চালু করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহক। ফিচারটি চালু করলে সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো মুছে যাবে।

ব্যক্তিগত চ্যাটিংয়ে যে কেউ এই ফিচারটি চালু করতে পারবেন। আর গ্রুপ চ্যাটিংয়ে ফিচারটি চালু করতে পারবেন অ্যাডমিন।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেছেন, “আমরা সাত দিন থেকে শুরু করছি, কারণ আমরা মনে করি এটি গ্রাহককে মানসিক শান্তি দেবে যে কথপোকথন স্থায়ী নয়, আবার কী বিষয়ে আলাপ করছিলেন সেটিও মনে রাখতে পারবেন গ্রাহক।”

“কয়কেদিন আগে পাওয়া কেনাকাটার তালিকা বা দোকানের ঠিকানা যখন আপনার দরকার থাকবে সেগুলো আপনার কাছে থাকবে, দরকার ফুরালে এটি গায়েব হয়ে যাবে,” যোগ করেন ওই মুখপাত্র।

সাত দিন বাদে ভিডিও এবং ছবিও মুছে ফেলা হবে এই ফিচারের মাধ্যমে। উভয় পক্ষের ডিভাইস থেকেই বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার আগে স্ক্রিনশট বা বার্তা কপি করা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

প্রতিটি গ্রুপ বা কনট্যাক্টের জন্য আলাদাভাবে ফিচারটি চালু করতে হবে গ্রাহককে। ফিচারটি পুরোদমে উন্মুক্ত হলে প্রতিজন বন্ধুর কনট্যাক্ট বিভাগে আলাদাভাবে এটির অপশন দেখানো হবে।

পুরানো বার্তার ক্ষেত্রে এই ফিচারটি কার্যকর হবে না। ফিচারটি চালু করার পরের বার্তাগুলোই শুধু স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar