ad720-90

টিকটক সিদ্ধান্তে ‘অনিশ্চিত’ মার্কিন বিচারক


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলছে, আপিলে আগের রায় বাতিল করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীনা বাইটড্যান্স মালিকানাধীন টিকটক।

অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি সরানোর নির্দেশ দিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

মার্কিন এই আদেশের কারণে টিকটক এখনও “অপূরণীয় ক্ষতির” মুখে পড়ছে কি না, তা নিশ্চিত করতে শুক্রবারের মধ্যে দুই পক্ষকেই আইনি নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন জেলা বিচারক কার্ল নিকোলস।

টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রতিষ্ঠানের কাছে ১০ কোটি মার্কিন গ্রাহকের ব্যক্তিগত ডেটা থাকায় তা চীন সরকার হাতিয়ে নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

নিকোলস বলেছেন, নতুন রায় জিততে টিকটক “অপূরণীয় ক্ষতির” বিষয়টি তুলে ধরতে পারবে কি না, সে বিষয়ে তিনি অনিশ্চিত।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে চীনা অ্যাপটির সঙ্গে সব লেনদেন নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার ওই পদক্ষেপ আটকে দিয়েছেন দেশটির জেলা বিচারক ওয়েন্ডি বিটলস্টোন।

১২ নভেম্বর থেকে টিকটকের ওপর এই নির্বাহী আদেশ কর্যকর হওয়ার কথা ছিলো, এতে যুক্তরাষ্ট্রে চীনা বাইটড্যান্স মালিকানাধীন টিকটকের মার্কিন কার্যক্রম নিষিদ্ধ হয়ে যেতো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar